ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেডিংলি টেস্টে খেলা হচ্ছে না স্মিথের

প্রকাশিত: ১২:২৪, ২১ আগস্ট ২০১৯

হেডিংলি টেস্টে খেলা হচ্ছে না স্মিথের

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসে প্রতিপক্ষ পেসার জোফরা আর্চারের বাউন্সারের আঘাতে মাঠ ছাড়তে বাধ্য হন স্টিভেন স্মিথ। বদলি হিসেবে ব্যাটিং করেন বার্নাস লাবুশানে। কনকাশন থেকে পুরোপুরি সেরে না ওঠায় বৃহস্পতিবার থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া এ্যাশেজের তৃতীয় টেস্টেও খেলা হচ্ছে না স্মিথের। তার পরিবর্তে লর্ডস টেস্টের পঞ্চমদিনে ক্রিকেট ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে মাঠে নামা লাবুশানে খেলবেন তৃতীয় টেস্টে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। লর্ডস টেস্টের চতুর্থদিনে আর্চারের একটি ভয়ঙ্কর ডেলিভারিতে ঘাড়ে আঘাত পান স্মিথ। তার বাহু বেয়ে বল ঘাড়ে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর উভয় দলের ডাক্তার ও মেডিক্যাল স্টাফরা এসে স্মিথের শুশ্রƒষা করেন। জ্ঞান ফিরলে মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। অবশ্য এর এক ঘণ্টা পরে আবার ব্যাট হাতে মাঠে ফিরেছিলেন। সবাই বেশ আশাবাদী হয়ে উঠেছিল তাকে নিয়ে। কিন্তু পরদিন সকালে মাথায় ব্যথা ও ঘাড়ে অস্বস্তি নিয়ে ঘুম থেকে ওঠেন স্মিথ। সে কারণে পঞ্চমদিন তিনি আর মাঠে নামনেনি। আইসিসির নতুন নিয়মে তার পরিবর্তে লাবুশানে মাঠে নামেন। অবশ্য আশা করা হচ্ছিল তৃতীয় টেস্টের আগে পুরোপুরি সেরে উঠবেন স্মিথ। গতকাল দলের সঙ্গে তিনি অনুশীলন মাঠেও এসেছিলেন। কিন্তু অনুশীলন করেননি। দলের অনুশীলন শেষ হলে স্মিথের সঙ্গে টিম ডাক্তার রিচার্ড শ ও কোচ জাস্টিন ল্যাঙ্গার কথা বলেন এবং তাকে তৃতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত না করার সিদ্ধান্ত নেন। তবে আশা করা হচ্ছে বিশ্রাম পেয়ে ওল্ডট্র্যাফোর্ড টেস্টে ফিরতে পারবেন স্মিথ। দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বিশ্বকাপে খুব একটা ভাল না করলেও টেস্টে দুর্দান্ত খেলছিলেন। তিনি ইনিংসে দুটি সেঞ্চুরিসহ রান ১৪৪, ১৪২ ও ৯২। দারুণ এই পারফর্মেন্সের পর কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ।
×