ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

প্রকাশিত: ০১:৩২, ২১ আগস্ট ২০১৯

ঈশ্বরদীতে চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ বুধবার সকালে ঈশ্বরদী লক্ষীকুন্ডা ইউনিয়নের গড়গড়ি এলাকায় দৈনিক হাট বাজারের ইজারাদার ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা ইজারাদার সুলতান মাহমুদ সন্টুর ছেলে সোহানকে (২৮) রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে । ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী ও পরে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদীর দাখিলকৃত এজাহার ও প্রত্যক্ষ দর্শী সূত্রে এসবতথ্য জানাগেছে, নিয়ম মাফিক ইজারা নিয়ে হাট পরিচালনা করে আসছিল । এ অবস্থায় কামাল হোসেন গং ইজারাদার সন্টুর নিকট সম্প্রতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা জোরপূর্বক হাটে প্রবেশ করে দখল করে টোল আদায় শুরু করে। টোল আদায়ে বাঁধা দিলে তারা ইজারা দারকে প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয়ে গত গত ০৮.০৮.২০১৯ ইং তারিখে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করে উক্ত ইজারাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে হাটে টোল আদায় শুরু করলে তারা আদায়কারীদের উপর সশস্ত্র হামলা চালায়।
×