ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

প্রকাশিত: ০৪:৪৬, ২১ আগস্ট ২০১৯

টাঙ্গাইলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল পৌর এলাকার কেন্দ্রীয় গোরস্থান এতিমখানা মাদ্রাসার ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষক হাফিজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের বেলুটিয়া গ্রামের ময়দান আলীর ছেলে। পরে আজ বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর মডেল থানার এসআই মুহাম্মদ মনির আহামেদ জানান, বিগত তিন মাস ধরে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিল। ঈদের ছুটিতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে সবকিছু খুলে বলে। পরে ওই শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে রাতে অভিযুক্ত শিক্ষক হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে অভিযুক্ত ওই শিক্ষককে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে আদালতে শিক্ষার্থীর জবানবন্দি গ্রহণ করা হয়।
×