ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত ৩৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৭, ২১ আগস্ট ২০১৯

টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত ৩৩ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের ঘাটাইলে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের ৩৩নং নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম জানাান, ওই বিদ্যালয়ের আগের আধাপাকা ঘরটি পরিত্যাক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ায় ওই প্রাথমিক বিদ্যালয়ের কাজের জন্য মাটি খুড়ার সময় শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো পরিত্যাক্ত হয়ে গিয়েছে। একটির সাথে আরেকটি লেগে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধকালীন সময়ে গুলিগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিল। এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই আব্দুল মান্নান জানান, গুলিগুলো অনেক পুরাতন। প্রায় ৪৮ বছরের আগের গুলি। গুলিগুলো পরিত্যাক্ত এবং নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×