ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ সহায়তা

প্রকাশিত: ০৮:১৫, ২১ আগস্ট ২০১৯

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাংলাদেশের উত্তারাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জরুরী সহায়তা প্রকল্পের আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার কচাকাটা ও বল্লভের খাস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের ১ কোটি ৩০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হবে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলভমেন্ট কো-অপারেশন এজেন্সীর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সলিডারিটি কুড়িগ্রামে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ৫ মাসের এ প্রকল্পে নগদ অর্থ বিতরণের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, শিশু সুরক্ষাসহ অন্যান্য কর্মকান্ড মিলে মোট ব্যায় হবে ২ কোটি ১ লাখ ১৫ হাজার ২শত টাকা। ঐ ৩টি ইউনিয়নের ২ হাজার ৬শত ক্ষতিগ্রস্থ পরিবার প্রত্যেকে ৫ হাজার টাকা করে সহায়তা পাবে। আজ বুধবার নাগেশ্বরী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের অবহিত করণ সভায় এসব তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্টরা। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামছুজ্জামান, প্লান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার ঋষিকেশ সরকার, মানব সম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন-অর রশিদ লালসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ।
×