ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:১৯, ২১ আগস্ট ২০১৯

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে উঠা হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় পাশে জব্দকৃত বালু ১ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়। আজ বুধবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শীতলক্ষ্যায় তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযানটি পরিচালিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় একটি জাহাজ, একটি ভেকু, একটি টাগ বোটসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা মেঘনা ও ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে উঠা সবরকমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তৃতীয় দফায় আগামী রবিবার পর্যন্ত ৪ দিনব্যাপী উচ্ছেদ অভিযান চলবে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, বুধবার হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। জব্দকৃত বালু ১ লাখ টাকা নিলামে বিক্রি করা হয়।
×