ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেশী মশা নিধনকারী কাউন্সিলরদের বিদেশ পাঠানো হবে ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৮, ২১ আগস্ট ২০১৯

বেশী মশা নিধনকারী কাউন্সিলরদের বিদেশ পাঠানো হবে ॥ এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নিজ নিজ এলাকার সবচেয়ে বেশী মশা নিধনকারী কাউন্সিলরকে প্রশিক্ষণ গ্রহণের জন্য বিদেশ প্রেরণ ও দলীয় ভাল পদে অধিষ্ঠিত করার সুপারিশের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। একইসাথে যেসব কাউন্সিলরগণ মশার লার্ভা ধ্বংসে কম কাজ করবে তাদেরকে তিরস্কার করা হবে ও জনগণকে বার বার বলা সত্ত্বেও যদি তাদের বাসায় এডিস মশার লার্ভার উৎপত্তি হয় শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। অপরদিকে এডিস মশা নিয়ন্ত্রণে ভবনে প্রবেশে বাধা দিলে প্রয়োজনে দন্ডবিধির আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম। ভবনে এডিস মশা নিধনে গিয়ে প্রবেশে অনেক স্থানে বাধার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা থেকে ১৮৬০ সালে প্রণীত দন্ডবিধির আইন প্রয়োগের এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে মশক নিধন এবং পরিচ্ছন্নতা বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এ ঘোষণা দেন। মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহি কর্মকর্তা আব্দুল হাইসহ উর্দ্ধতন কর্মকর্তাগণসহ ডিএনসিসির সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মশক নিধনে তাদের মতামত ও অভিজ্ঞতা বর্ননা করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা কাউন্সিলরদের পুরস্কৃত করতে চাই। যে সকল কাউন্সিলর স্ব স্ব এলাকায় মশক নিধনে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা সেসব কাউন্সিলরদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণসহ মর্যাদা অর্জনের ব্যবস্থা করব। একই সঙ্গে ক্রেডিবল মানুষ হিসেবে রাজনীতিতে সুযোগ পাবার জন্য রিকমান্ড করব। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে যখন মশা নিধন অভিযানে অংশগ্রহণ করেছিলাম মেয়রদের সাথে, সেখানে বলেছিলাম যেসকল কাউন্সিলর স্ব স্ব এলাকাতে মশা নিধনের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে আমরা তাদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠাব। আপনাদের যাতে সন্মানিত করা যায়, পুরস্কৃত করা যায়-সে চেষ্টা আমাদের থাকবে। তবে ভাল কাজের যেমন পুরস্কার থাকবে তেমনি মন্দ কাজের তিরস্কার থাকবে। অন্যদিকে জনগণকে বার বার বলা সত্ত্বেও যদি তাদের বাসায় এডিস মশার লার্ভার উৎপত্তি হয় শাস্তির ব্যবস্থা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, কোনো ভবন মালিক বা সিটি করপোরেশন কে কার চেয়ে শক্তিশালী সেটা বিষয় না। বিষয় হচ্ছে রাষ্ট্র সবচেয়ে শক্তিশালী। সে তার ক্ষমতা প্রয়োগ করবে। যারা সিটি করপোরেশনের কাজে সহযোগিতা করছেন না তাদের বাধ্য করতে সরকার কঠোর আইনের প্রয়োগ করবে। তবে ভালো হবে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে সরকারকে সাহায্য করলে। মন্ত্রী বলেন, নাগরিকদের জরিমানা করা, শাস্তির আওতায় আনা সরকারের উদ্দেশ্য না। তার জন্য সরকার ক্ষমতায় আসে না। তবে দেশের মানুষের স্বার্থেই মাঝে মধ্যে কঠোর পদক্ষেপ নিতে হয়।
×