ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের এ সফরের কথা ছিল

ডেনমার্ক সফর বাতিল

প্রকাশিত: ১১:৪১, ২২ আগস্ট ২০১৯

ডেনমার্ক সফর বাতিল

ডেনমার্ক সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের নির্ধারিত সময়ের দুই সপ্তাহেরও কম সময় আগে তার এ সফর বাতিল করা হলো। ট্রাম্পের গ্রীনল্যান্ড কেনার অভিপ্রায়কে ডেনমার্কের প্রধানমন্ত্রী ‘হাস্যকার’ বলে প্রত্যাখ্যান করার পর টুইটারে কোপেনহেগেন সফর স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএন। ট্রাম্প মঙ্গলবার টুইটারে লেখেন, ডেনমার্ক একটি বিশেষ দেশ এবং এটির জনগণও চমৎকার। কিন্তু প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেনের বক্তব্য হচ্ছে, গ্রীনল্যান্ড বিক্রির বিষয়ে আলোচনা করতে তার কোন আগ্রহ নেই। তাই আমি আমার সফর স্থগিত করছি। তিনি আরও বলেন, ফ্রেডেরিকসেন সরাসরি কথা বলে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ককে বিপুল ব্যয় থেকে রক্ষা করতে সমর্থ হয়েছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আগামীতে পুনরায় সফরের সময় নির্ধারিত করার অপেক্ষায় আছি। হোয়াইট হাউস সিএনএনকে নিশ্চিত করেছে যে, ডেনমার্ক সফর পুরোটাই বাতিল হয়েছে। গত সপ্তাহে দুটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, ডেনমার্ক সরকারের কাছ থেকে গ্রীনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এজন্য হোয়াইট হাউসের উপদেষ্টার দফতর এ বিষয়ে সম্ভাব্য যাচাই করে। গ্রীনল্যান্ড কেনার বিষয়ে রবিবার আগ্রহের কথা জানান ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, ডেনমার্কের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রীনল্যান্ড। তিনি ওয়াশিংটন ফেরার পূর্বে নিউ জার্সিতে বলেন, ডেনমার্কের সঙ্গে আমাদের ভাল বন্ধুত্ব রয়েছে। আমরা বিশ্বের বৃহৎ একটি অংশকে যেভাবে সুরক্ষা দিয়ে থাকি, ডেনমার্ককেও সেভাবে সুরক্ষা দেই। আর এ কারণেই ধারণাটি এসেছে। তিনি আরও বলেন, কৌশলগতভাবে এটা খুবই চমৎকার। আর আমরাও আগ্রহী, কিন্তু এ বিষয়ে আমরা তাদের সঙ্গে খুব সামান্য আলোচনা করব। কিন্তু এ বিষয়টিতে খুশি হননি ফ্রেডেরিকসেন। তিনি সারমিটসিয়াক সংবাদপত্রকে বলেন, গ্রীনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রীনল্যান্ড ডেনমার্কের নয়। গ্রীনল্যান্ডের মালিক গ্রীনল্যান্ডই। তিনি এ বিষয়ক আলোচনাকে অবান্তর উল্লেখ করে বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, এটা গুরুত্ব দিয়ে বোঝানো হয়নি। সফর স্থগিতের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমরা পোলান্ড যাচ্ছি এবং এরপর ডেনমার্ক যেতে পারি। কিন্তু গ্রীনল্যান্ড কেনার দিকে চেয়ে আছি। আর এটিই একমাত্র বিষয় নয়। হোয়াইট হাউসের তথ্যানুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ডেনমার্কের রাণী দ্বিতীয় মার্গারেটের আমন্ত্রণ গ্রহণ করেন। সেখানে দ্বিতীয়পক্ষীয় কয়েকটি বৈঠকে অংশ নেয়া এবং সেখানকার ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা ছিল। তবে ডেনমার্ক সফর স্থগিত হলেও পোলান্ডের ওয়ারশো সফর এতে বিঘিœত হবে কিনা সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০তম বার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান ও সমাধিসৌদ পরিদর্শনের কথা রয়েছে।
×