ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরে কেন লাখো সেনা- প্রশ্ন অরুন্ধতী রায়ের

প্রকাশিত: ১১:৪৩, ২২ আগস্ট ২০১৯

কাশ্মীরে কেন লাখো সেনা- প্রশ্ন অরুন্ধতী রায়ের

কাশ্মীরে যেখানে সরকার দাবি করছে যে গুটিকয়েক জঙ্গী ছাড়া বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করে, সেখানে কেন লাখ লাখ সেনার উপস্থিতি এমন প্রশ্ন রেখেছেন স্বনামধন্য ভারতীয় লেখিকা ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়। এ লেখা নিবন্ধে এভাবেই কাশ্মীরের সাম্প্রতিক সঙ্কটপূর্ণ পরিস্থিতি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। নিউইয়র্ক টাইমস। অরুন্ধতী বলেন, ‘কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর টহল ও ব্যারিকেডে ঘেরা রাস্তাগুলোতে এখন সুনসান নীরবতা, প্রায় ৭০ লাখ মানুষ অবরুদ্ধ ও অপদস্থ অবস্থায় দিন কাটাচ্ছে। কাঁটাতারে বন্দী এসব মানুষের ওপর ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে পুরোপুরি অচলাবস্থার মধ্যে বাস করতে হচ্ছে তাদের। যদি তথ্যপ্রবাহের এ যুগে সরকার এত সহজে গোটা জনসংখ্যাকে বাকি দুনিয়া থেকে কয়েকদিন ধরে বিচ্ছিন্ন করে রাখতে পারে, তবে সামনের সময়গুলো কেমন হবে তা আসলেই ভাবনার বিষয়।’ ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। এদিকে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। সেখানকার বিভিন্ন সশস্ত্র সংগঠনের দাবি, রাজ্য পুলিশসহ সেখানে প্রায় ৭ লাখ নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
×