ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এডিস লার্ভা নিধনে চলছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ১১:৪৫, ২২ আগস্ট ২০১৯

এডিস লার্ভা নিধনে চলছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার ॥ এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। বুধবার চলা এ অভিযানে স্ট্যান্ডার্ড বিল্ডার্সসহ তিনটি রিয়েল এস্টেট কোম্পানি এবং ১০ জন বাড়ির মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এদিকে ঢাকা উত্তর সিটির লার্ভা ধ্বংসের অভিযানে গুলশান ১ নং সার্কেলের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে ডিএসসিসির অভিযানের টিম মোট ২৪১টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এর মধ্যে স্ট্যান্ডার্ড বিল্ডার্সসহ তিনটি রিয়েল এস্টেট কোম্পানির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১০টি বাড়িতে এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল ১-এর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে কাঁঠালবাগান এলাকায় পরিচালিত অভিযানে ২৮ বাড়ি পরিদর্শন করা হয়।
×