ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ খালেদাকে ভয় পায় ॥ রিজভী

প্রকাশিত: ১১:৪৬, ২২ আগস্ট ২০১৯

আওয়ামী লীগ খালেদাকে ভয় পায় ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায় বলেই কারাগারে আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির লক্ষ্য জেলের তালা ভেঙ্গে খালেদাকে মুক্ত করা। রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে। বিএনপির পক্ষ থেকে অব্যাহত দাবির পরও সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। সরকার খালেদা জিয়াকে নিয়ে ভয়ে-আতঙ্কে আছে। তাই তাঁকে মুক্তি দিচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে রাজপথে আন্দোলন করেই তাকে মুক্ত করা হবে। রুহুল কবির রিজভী বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া কারাবন্দীত্বের ৫৬০তম কালিমালিপ্ত দিবস পার করেছেন। সুচিকিৎসার অভাবে তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে। তিনি বলেন, সরকার খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে। তাঁর অসুস্থতা নিয়ে উপহাস করে নিজেরাই চিকিৎসার জন্য বিদেশে দৌড়াচ্ছেন। রোগ-ব্যাধি বলে-কয়ে আসে না। তাই ৭৫ বছর বয়স্কা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অবজ্ঞা-উপহাস না করে তাঁকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়া হোক। বিএনপির লক্ষ্য জেলের তালা ভেঙ্গে খালেদাকে মুক্ত করাÑ দুদু ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে জানিয়ে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির লক্ষ্য জেলের তালা ভেঙ্গে খালেদাকে মুক্ত করা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
×