ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের অনিয়ম তদন্তের রিপোর্ট ৩ মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১:৪৯, ২২ আগস্ট ২০১৯

১০ রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের অনিয়ম তদন্তের রিপোর্ট ৩ মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ ও নিয়ন্ত্রণকারী ১০ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের অনিয়ম তদন্তে গঠিত কমিটিকে তিন মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে দেশের সব আদালত কক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রীমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো ও নিয়ন্ত্রণকারী ১০ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের অনিয়ম তদন্তে গঠিত কমিটিকে তিন মাসের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৪ নবেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে বলেছে কমিটিকে। এর মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল না করলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেয়া হবে। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শেখ জালাল উদ্দিন। আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোর নির্দেশনা চেয়ে রিট ॥ দেশের সব আদালত কক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রীমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, সংবিধানে প্রতিটি সরকারী, আধা-সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
×