ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচ জেমির ক্যাম্পে ডাক পেলেন গোলরক্ষক হিমেল

প্রকাশিত: ১২:২১, ২২ আগস্ট ২০১৯

কোচ জেমির ক্যাম্পে ডাক পেলেন গোলরক্ষক হিমেল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ কাতার (কোয়ালিফায়ার্স রাউন্ড-২)’-এ বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম আফগানিস্তান জাতীয় ফুটবল দলের মধ্যকার এ্যাওয়ে ম্যাচের খেলা আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী ২৩ আগস্ট থেকে রাজধানীর একটি হোটেলে শুরু হবে। এই ক্যাম্পে অংশগ্রহণের লক্ষ্যে ২৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের আগামী ২৩ আগস্ট বিকেল ৬টায় ওই হোটেলে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর কাছে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামসহ রিপোর্ট করতে হবে। এর আগে গত ১৬ আগস্ট একদফা ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে কয়েকজন ফুটবলারের ঠাঁই না হওয়াতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা হয়েছিল। তার প্রভাবেই হোক কিংবা অন্য কোন কারণেই হোক, কোচ জেমি ডে বাদ পড়া ফুটবলারদের একজনকে প্রাথমিক দলে ডেকেছেন। তিনি মাজহারুল ইসলাম হিমেল। আরামবাগ ক্রীড়া সংঘের এই গোলরক্ষক এই মৌসুমের লীগে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন। তারপরও প্রাথমিক দলে তার ডাক না পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করে। ২৬ জনের প্রাথমিক দলে বিভিন্ন পজিশনের প্লেয়ার আছেন এ রকম : ৪ গোলরক্ষক, ৯ ডিফেন্ডার, ৮ মিডফিল্ডার এবং ৫ ফরোয়ার্ড। সম্ভাব্য অধিনায়ক সাইফে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া। প্রাথমিক দল ॥ গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হিমেল; ডিফেন্ডার : টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, এসএম মঞ্জুরুর রহমান, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, নুরুল নাইম ফয়সাল, ইয়াসিন আরাফাত; মিডফিল্ডার মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম; ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা।
×