ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনন্য রেজা করিম

সাড়ে তিন শ’ কোটি রুপির সিনেমা

প্রকাশিত: ১২:২৬, ২২ আগস্ট ২০১৯

সাড়ে তিন শ’ কোটি রুপির সিনেমা

এ্যাকশন ধাঁচের সিনেমার কদর সব সময়ই অন্যরকম। দর্শকদের কাছে এ্যাকশন সিনেমা মানে টান টান উত্তেজনায় সময় পার। আজকাল হলিউডের চোখ ধাঁধানো, বুক কাঁপানো এ্যাকশন মুভি দেখে দুনিয়াজুড়ে সিনেমা দর্শকদের রুচি ও পছন্দ বদলে গেছে এখন যেনতেনভাবে দায়সারা গোছের এ্যাকশন সিনেমা দিয়ে সাধারণ দর্শকের মন ভরানো যাচ্ছে না। কাহিনীতে টান টান উত্তেজনা, সাসপেন্স, থ্রিল দাঙ্গা-হাঙ্গামা, এ্যাকশন চেজিং স্ট্যান্ট দৃশ্যের অনন্য চমক ইত্যাদির সমাবেশ ঘটিয়েও দর্শকদের সন্তুষ্ট করত গিয়ে গলদঘর্ম হচ্ছেন বলিউডের নির্মাতারা। অসাধারণ অনবদ্য সম্পূর্ণ নতুন কিছু দেখানোর পরিকল্পনা নিয়ে এ্যাকশন সিনেমা নির্মাণে সচেষ্ট হচ্ছেন তারা। তেমনি এক বহুল আলোচিত দীর্ঘ প্রতীক্ষিত এ্যাকশন সিনেমা মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। ছবির নাম ‘সাহো’। হিন্দী এবং তেলেগু ভাষায় নির্মিত হয়েছে ছবিটি। আগামী ৩০ আগস্ট একই সঙ্গে প্রেক্ষাগৃহে এবং আইএমএএক্স-এ মুক্তি পাচ্ছে ‘সাহো’ ছবিটি। সাড়ে তিন শ’ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের বলিউডে অভিষেক হতে যাচ্ছে। একই সঙ্গে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের দক্ষিণী সিনেমার অঙ্গনে অভিষেক হচ্ছে আলোচ্য ছবির মাধ্যমে। ‘সাহো’ ছবির বিভিন্ন দৃশ্যের শূটিং হয়েছে অস্ট্রিয়া, হায়দ্রাবাদ, মুম্বাই, আবুধাবি, দুবাই, রুমানিয়া এবং ইউরোপের অন্যান্য অংশে। ২০১৭ সালের আগস্ট মাসে ছবিটির শূটিং শুরু হয়েছিল। প্রভাস, শ্রদ্ধা কাপুর ছাড়া ‘সাহো’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণ বিজয়, জ্যাকস্রফ, লাল, মন্দিরা বেদি, নীল নীতিন মুকেশ, মুরলি শর্মা, চাঙ্কিপা-ে, ইভিলিন শর্মা, মহেশ মাজ্ঞেরকার, টিনু আনন্দ প্রমুখ। বলিউডের গ্ল্যামার আইকন জ্যাকুলিন ফার্নান্দেজকে একটি আইটেম সঙে পারফরম করতে দেখা যাবে। ‘বাহুবলি টু’ ছবির মুক্তির পর পরই দক্ষিণী চিত্রপরিচালক সুজিত ধুন্ধমার এ্যাকশন ধাঁচের সিনেমা নির্মাণের ঘোষণা দেন নায়ক প্রভাসকে মূল চরিত্রে রেখে। সঙ্গে নায়িকা হিসেবে শ্রদ্ধা কাপুর থাকবেনÑ এটা জানা যায় তখন। ‘সাহো’ ছবিতে অভিনয়ের জন্য নায়ক প্রভাসকে এ্যাকশন স্ট্যান্ট দৃশ্যের উপযোগী করে তুলতে অনেক কসরত করতে হয়েছে। পানির নিচে বেশ কিছু জটিল এ্যাকশন দৃশ্য রয়েছে এ ছবিতে। দৃশ্যগুলোতে অভিনয়ের আগে প্রভাস ও শ্রদ্ধাকে জীবনের ঝুঁকি নিয়ে প্রাকটিস করতে হয়েছে। ‘সাহো’ ছবির জন্য হিন্দীতে নিজের জন্য ডাবিং করেছেন নায়ক প্রভাস, তবে তেলেগু ভার্সনের জন্য শ্রদ্ধার হয়ে একজন পেশাদার ডাবিং শিল্পী কণ্ঠ দিয়েছেন। ছোট পর্দায় খল চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা মন্দিরা বেদিকে এ ছবিতে নেগেটিভ রোলেই দেখা যাবে। নীল নীতিন মুকেশ এ ছবির প্রধান ভিলেন চরিত্রে রূপদান করছেন। যে কোন হলিউডি সিনেমার সঙ্গে পাল্লা দেয়ার মতো করে তৈরি করা হয়েছে ‘সাহো’ ছবিটি। দর্শক ছবিটি দেখার পর অনেক পরিতৃপ্তি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বের হবেন তেমন গ্যারান্টি দিয়েছেন ছবির পরিচালক সুজিত। যিনি এর আগে রোমান্টিক কমেডি থ্রিলার ‘রানরাজা রান’-এর নির্মাতা হিসেবে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। চার্টার্ড এ্যাকাউন্টেন্ট হিসেবে পড়াশোনা শেষ করে স্বল্প দৈর্ঘ্যরে অনেক সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে হাত পাকিয়েছেন সুজিত। এখন তার বয়স মাত্র ২৮ চলছে। মাত্র ২৩ বছর বয়সে তিনি প্রথম ছবি ‘রান রাজা রান’ পরিচালনা করেছিলেন। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ এবং বাত্তিগুল মিটার চালু’ ছবি দুটি গত বছর মুক্তি পেয়েছিল। এর মধ্যে আধিভৌতিক ধাঁচের সিনেমা ‘স্ত্রী’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও অন্য ছবিটি মোটামুটি ব্যবসা করে। ‘সাহো’ মুক্তির পর আগামী ৬ সেপ্টেম্বর শ্রদ্ধা অভিনীত আরও একটি নতুন সিনেমা ‘চিচোরে’ মুক্তি পারে। সেখানে তার সহশিল্পী সুশান্ত সিং রাজপুত। রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবিটি নিয়েও শ্রদ্ধা বেশ আশাবাদী। আগামী বছরের শুরুতে বরুণ ধাওয়ানের বিপরীতে ‘স্ট্রীট ড্যান্সার’ ছবিতে তাকে দেখা যাবে নায়িকা হিসেবে। রেমো ডি সুজা পরিচালিত নৃত্য প্রধান সিনেমা ‘এবিসিডি টু’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘স্ট্রীট ড্যান্সার’। আগের ছবিটিতে শ্রদ্ধা নাচের যে কারিশমা দেখিয়েছেন এবারও ‘স্ট্রীট ড্যান্সার’-এ তার চেয়েও বেশি চমক দেখাবেন। এই সিনেমা করতে গিয়ে বিখ্যাত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সায়না নেহওয়ালের বায়োপিকে অভিনয়ের জন্য কাস্ট হয়েও শেষ পর্যন্ত ছবিটি আর করেননি শ্রদ্ধা কাপুর। এখন সায়না নেহওয়ালের চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। ‘সাহো’ ছবিটি দক্ষিণী নায়ক প্রভাসের জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনিভাবে বলিউড নায়িকা শ্রদ্ধার জন্যওÑ অনেক গুরুত্বপূর্ণ। এ ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমা এবং বলিউড দর্শকদের হৃদয়ের কাছাকাছি চলে আসার বড় সুযোগ পাবেন সিনেমার নায়ক নায়িকা।
×