ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনন্যার কণ্ঠে ‘মায়াবতী’ চলচ্চিত্রের পাঁচ গান

প্রকাশিত: ১৩:১৯, ২২ আগস্ট ২০১৯

অনন্যার কণ্ঠে ‘মায়াবতী’ চলচ্চিত্রের পাঁচ গান

স্টাফ রিপোর্টার ॥ ‘মায়াবতী’ চলচ্চিত্রের পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী অনন্যা আচার্য। সবক’টি গানের সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। ‘মায়াবতী’ চলচ্চিত্রের পরিচালক অরুণ চৌধুরী জানান, আগামী ১৩ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশে এ চলচ্চিত্রটি মুক্তি পাবে । আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টিভিশন প্রযোজিত মায়াবতী চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ। প্রায় ৮০০ নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনী ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’ চলচ্চিত্র। ‘মায়াবতী’ তার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। এ বছর ১৭ জুন সেন্সর বোর্ডের সনদপত্র পাওয়ার পর নির্ধারণ হয় ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মায়াবতী’। দেশব্যাপী চলচ্চিত্রটি পরিবেশনার দায়িত্ব রয়েছে জাজ মাল্টিমিডিয়া। চট্টগ্রামের মেয়ে অনন্যা আচার্য। বাবা মায়ের অনুপ্রেরণায় চোট্টবেলা থেকেই সঙ্গীতচর্চায় নিযোজিত। বাবা প্রবীর আচার্য পেশায় শিক্ষক এবং মা কণা আচার্য গৃহিণী। বেশ ক’বছর আগে চ্যানেল আই টপ টেন বিজয়ী অনন্যা সঙ্গীত পরিবেশন করে ইতিমধ্যেই দেশ-বিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। সঙ্গীতে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। মায়াবতী চলচ্চিত্রের পাঁচটি গানে কণ্ঠ দেয়া অনন্যা এ পর্যন্ত ৫টি মিক্সড এ্যালবাম যথাক্রমে ‘অন্তর জ্বলে’, ‘রঙের দুনিয়া’, ‘মন পবনের ঘোড়া’, ‘চাঁটগা এক্সপ্রেস’ ও ‘স্বর্ণগুটি’তে কাজ করেছেন। সামনে তার একক এ্যালবাম করার প্রস্তুতি চলছে।
×