ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে জমিতে পুকুর খননে ক্ষতির আশঙ্কা কৃষকদের

প্রকাশিত: ০১:৫৫, ২২ আগস্ট ২০১৯

জয়পুরহাটে জমিতে পুকুর খননে ক্ষতির আশঙ্কা কৃষকদের

নিজস্ব সংবাদাতা, জয়পুরহাট ॥ সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ ফসলি জমিতে পুকুর খনন বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। আজ বৃহস্পতিবার জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে নয়ন আলী মন্ডল। এ সময় এরাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদুল ইসলাম, নেজাম উদ্দীন, আবু বক্কর সিদ্দিক, মোরসালিন, জুয়েল রানা প্রমূখ। লিখিত বক্তব্যে নয়ন আলী মন্ডল জানান, জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ৫ নং ওয়ার্ডের রামপুরা মহল্লার বাসিন্দা মৃত. আছির মন্ডলের ছেলে প্রভাবশালী আব্দুল মজিদ মন্ডল তার ৭৪ শতাংশ ৩ ফসলি জমিতে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি বিশালাকার পুকুর খনন করছেন। আর এই পুকুর খননের মাধ্যমে ওই এলাকার কৃষকদের ৩ ফসলি জমি পুকুরে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি ইতোমধ্যেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে লিখিত আকারে অভিযোগ দায়ের করলেও পুকুর খনন বন্ধে এখনো কোন প্রকার উদ্যেগ গ্রহন করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় বলেন-৩ ফসলি জমিতে কেউই পুকুর খনন করতে পারবে না। এ ব্যাপারে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান জানান, এ অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই আমি ঘটনাস্থলে তহশিলদার ও সার্ভেয়ারকে পাঠিয়ে দিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ।
×