ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বিনাধান আউশের বাম্পার ফলন

প্রকাশিত: ০৪:২২, ২২ আগস্ট ২০১৯

      বরিশালে বিনাধান আউশের বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কৃষি বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহকৃত বিনা ধান-১৯ আউশের বীজ বপন করে মাত্র ৯০ থেকে একশ’ দিনের মধ্যে বাম্পার ফলন পেয়েছেন জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাষীরা। একর প্রতি ৪০মন বিনা ধানের ফলন হয়েছে। তবে বর্তমান বাজারে ধানের সঠিক মূল্য না পেয়ে চরম হতাশা বিরাজ করছে কৃষকদের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে বিনা ধান কর্তন ও মাঠ দিবসের আলোচনা সভায় এসব তথ্য পাওয়া গেছে। সূত্রমতে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামে বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল বিনাধান-এর সম্প্রসারনের লক্ষ্যে ধান কর্তন ও কৃষকদের নিয়ে মাঠ দিবস কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে সফল চাষী আব্দুল জলিল বলেন, আমাদেরকে বিনা ধান-১৯ (আউশ) এর বীজ কৃষি বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। ওই বীজ বপনের মাত্র ৯০ থেকে একশ’ দিনের মধ্যে আমরা জমিতে বাম্পার ফলন পেয়েছি। কিন্তু ফলন উৎপাদন করতে গিয়ে আমাদের যে পরিমান খরচ হয়েছে সে হিসেবে আমরা বাজারে ধান বিক্রি করতে পারছিনা। বর্তমানে ধানের বাজারে চারশ’ টাকা দরে প্রতিমন ধান বিক্রি করতে হয়। তিনি আরও বলেন, তাদের প্রতি একরে গড়ে ৪০ মন করে ধান হয়েছে। তিনি সাত একর জমিতে বিনাধান-১৯ (আউশ) চাষ করেছেন বলেও উল্লেখ করেন। কৃষক জাকির হোসেন মোল্লা বলেন, আগে তার ২৮ শতক জমিতে ১০ থেকে ১২ মন আউশ ধান পাওয়া যেতো। তাছাড়া বাকি সময় জমি অনাবাদি পরে থাকতো। এখন বিনাধান-১৯ চাষ করার পাশাপাশি তিনি আউশ, মশুর ও আমন ফসল ফলাতে পারছেন। ফলে এখন আর তার জমি অনাবাদি পরে থাকেনা। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আমাদের দেশে তিনশ’ মেট্রিক টন চালের প্রয়োজন থাকলেও এবার চারশ’ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। অন্যদিকে এতো পরিমান চাল রাখার মতো সরকারের সেরকম কোন গুদাম না থাকার কারনে কৃষকদের কাছ থেকে সরকার পর্যাপ্ত পরিমানে ধান ক্রয় করতে পারেনি। কারণ ধান ক্রয় করে সরকারের সেই ধান রাখার কোন গোডাউন নেই। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জমিতে ভাল ফসল পেতে হলে ভালমানের বীজ রোপন করবেন। সভার শুরুতে কৃষি বিভাগ থেকে সহায়তা পাওয়া বিনাধান বীজ থেকে চাষীদের যে বাম্পার ফলন হয়েছে তা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কর্তন করে তা মাড়াই করে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বীজ প্রত্যায়ন এজেন্সী (ডিএসসিও) মোহাম্মদ আলী জিন্নাহ, বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আক্তার। বক্তব্য রাখেন-রহমতপুর বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার, ফলজ গবেষনা সম্প্রসারন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা এমদাদুল হক, কৃষক আমিনুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ।
×