ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩০, ২২ আগস্ট ২০১৯

   আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর আত্রাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো, আত্রাই উপজেলার আটগ্রামের মৃত শমসের আলীর ছেলে শুকুর আলী (৩৮)। আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, ২০১৫ সালে রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের শুকবর আলীর কন্যা সুমাইয়াতুজ্জামিয়ার (৩০) বিয়ে হয় আত্রাই উপজেলার আটগ্রামের মৃত শমসের আলীর ছেলে শুকুর আলীর (৩৮) সঙ্গে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী শুকুর আলী ও তার পরিবারের লোকজন সুমাইয়াকে নির্যাতন করতো। এরই এক পর্যায় যৌতুকের ৩ লাখ টাকাও পরিশোধ করে মেয়ের বাবা। পরে সে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। গৃহবধূ ওই টাকা দিতে অস্বীকার করলে তাকে আবারও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে স্বামী ও তার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ সুমাইয়া নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন বলেন, গৃহবধূ সুমাইয়া কর্তৃক দায়ের করা মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আসামি শুকুর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
×