ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্লু-লেদার রফতানি এখন সময়ের দাবি

প্রকাশিত: ০৫:১২, ২২ আগস্ট ২০১৯

 ব্লু-লেদার রফতানি এখন সময়ের দাবি

অনলাইন ডেস্ক ॥ পাটশিল্পের মতো চামড়াশিল্প যাতে ধ্বংস না হয় এজন্য ব্লু-লেদার রফতানি কোনো বিকল্প নেই। চামড়া রফতানি এখন সময়ের দাবি বলে জানিয়েছেন চামড়া ব্যবসার সঙ্গে জড়িতরা। আজ বৃহস্পতিবার লালবাগ পোস্তার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সরকারের কাছে এ দাবি জানান। তারা জানান, ফিনিশড লেদার বা প্রক্রিয়াজাত চামড়া রফতানির পাশাপাশি ব্লু-লেদার (রাসায়নিক দিয়ে চামড়াকে পশম ও ঝিল্লিমুক্ত করা) রফতানি ব্যবস্থা করতে হবে। এতে প্রচুর বায়ার ইউরোপ থেকে আমাদের দেশে আসবে এবং চামড়ার সুদিন ফিরবে। ১৯৯০ সালের আগে বিদেশে বিশেষ করে ইউরোপে প্রচুর ব্লু -চামড়া রফতানি হতো। তখন অসংখ্য ইউরোপিয়ান বায়ার আমাদের দেশে আসতো চামড়া নিতে। কিন্তু ৯০ সালে এরশাদ সরকার চামড়া রফতানি বন্ধ করে দেওয়ায় বিদেশি বায়রা আমাদের দেশে আসছেন না। সে সময় তারা ব্লু -চামড়া কম দামে নিতে পারতো এবং আর্টিকেলটা তাদের মতো করে তৈরি করতে পারতো এজন্য ব্লু -চামড়া চাহিদাটা ব্যাপক ছিল । টাকার সমস্যার কারণে চামড়ার দরে সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে। গত পাঁচ বছর ট্যানারি মালিকরা টাকা দিতে পারছেনা। ব্লু -চামড়া রফতানি শুরু হলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হয়ে যাবে। চাইলেও তারা চামড়া নিয়ে কারসাজি করতে পারবেন না বলে চামড়া ব্যবসায়ীরা। তবে আড়তদারদের বকেয়া না পাওয়ায় তারা এবং ব্যাপারীরা চামড়া কিনতে পারেননি বলেও তিনি জানান।
×