ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পীরগঞ্জে প্রতিবন্ধী স্কুলে অগ্নি সংযোগ ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৩৫, ২২ আগস্ট ২০১৯

  পীরগঞ্জে প্রতিবন্ধী স্কুলে অগ্নি সংযোগ ॥ গ্রেফতার ১

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ আজ বৃহস্পতিবার পীরগঞ্জ পৌর এলাকায় শোভা প্রতিবন্ধী অটিস্টিক স্কুলে অগ্নি সংযোগ ও ব্যাপক ভাংচুর করা হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ জগথা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সোহাগ (২৫) কে গ্রেফতার করেছে। জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারী সোহাগ ধারালো চাপাতি, কুড়াল দিয়ে বিদ্যালয়ের ৩টি কক্ষে তালা ও আলমারি ভেঙ্গে বিদ্যালয়ের প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র বের করে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এছাড়া স্টিলের আলমারি, সাইনবোর্ড, টিউবওয়েল, নির্মাণাধীন সেমিপাকা ওয়াল ভাংচুর করা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত পোস্টার ছিড়িয়া ফেলা সহ বিদ্যালয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান। বিদ্যালয়ে এ ঘটনা ঘটার পর শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। জহিরুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে।
×