ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদকের বিরুদ্ধে গণসচেতনতা ॥ দিনাজপুরে 'ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে'র উদ্বোধন

প্রকাশিত: ০৭:০৩, ২২ আগস্ট ২০১৯

  মাদকের বিরুদ্ধে গণসচেতনতা ॥ দিনাজপুরে 'ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে'র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মাদকের ভয়াবহতার বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধিতে দিনাজপুরে ‘ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে’র উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। শহরে এ ধরনের আরও দুটি স্থানে ‘ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে’ করা হবে। এসময় দিনাজপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অবস্থানরত ট্রেন যাত্রীদের মাদক সম্পর্কিত সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ ব্যাধি। এই ব্যাধিকে সমাজ ও দেশ থেকে চিরতরে নির্মূল করতে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান, পরিদর্শক মো. লোকমান হোসেন, ষ্টেশন সুপার মো. সাহিনুর ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর ও রেলওয়ে স্টেশন দিনাজপুরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের সদস্যগণ উপস্থিত ছিলেন।
×