ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেলাপি ঋণ কমে ১১ দশমিক ৬৯ শতাংশ

প্রকাশিত: ০৭:১২, ২২ আগস্ট ২০১৯

 খেলাপি ঋণ কমে ১১ দশমিক ৬৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরে জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৯ শতাংশ। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ১১ দশমিক ৮৭ শতাংশ। এ হিসেবে তিনমাসের (এপ্রিল-জুন) ব্যবধানে খেলাপি ঋণ কমেছে শূন্য দশমিক ১৮ শতাংশ। বৃহস্পতিবার খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। এতে বলা হয়েছে, সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৩১ দশমিক ৫৮ শতাংশ, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩১ ভাগ এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। ২০১৮ সাল শেষে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। পরে খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক ১০ ও ৫০ শতাংশের বদলে ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা ঘোষণার পরও আশানুরূপভাবে কমেনি খেলাপি ঋণ। তিন মাসে খেলাপি ঋণ কমেছে মাত্র শূন্য দশমিক ১৮ শতাংশ।
×