ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সরদার নিহত

প্রকাশিত: ০৯:১৭, ২৩ আগস্ট ২০১৯

গফরগাঁওয়ে পুলিশের সঙ্গে  বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সরদার নিহত

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২২ আগস্ট ॥ গফরগাঁওয়ে পাগলা থানার চাকুয়া গ্রামে দরিয়া মোড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত সন্ত্রাসী এখলাছ উদ্দিন উরফে (একলাছ মোল্লা) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। নিহত এখলাছ মোল্লার লাশের পাশ থেকে বারো বোরের একটি বিদেশী রিভালবার ১ রাউন্ড তাজা গুলি ও ২০০ গ্রাম হিরোইন জব্দ করে পুলিশ। এ সময় এসআই (নিঃ) মোঃ আকরাম হোসেন ইলিয়াস মিয়া আহত হয়। জানা যায়, চাকুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এখলাছ উদ্দিন মোল্লা। সে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ২টি খুন, ৩টি ডাকাতি ও একটি মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করে পাগলা থানার ওসি তদন্ত ফয়েজুর রহমান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ডিবি টিম তাদের গ্রেফতারের চেষ্টাকালে তারা পুলিশকে লক্ষ্য করে। শেখ হাসিনার ট্রেনে হামলা মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম হাকিম উদ্দিন (৬০)। তিনি যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত কয়েদি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হাকিম মারা যান। হাকিমের বাড়ি ঈশ্বরদীর পশ্চিম টেংড়ি বাবুপাড়া গ্রামে।
×