ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ০৯:২১, ২৩ আগস্ট ২০১৯

সাতক্ষীরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনিতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাপসা-া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান মোড়ল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। আহতরা হলেন, ইউপি চেয়ারম্যান সমর্থক কাপসা-া গ্রামের সাত্তার গাজী, চেউটিয়া গ্রামের মিলন, সাবেক ইউপি সদস্য কবির ও সামাদ এবং কাপসা-া গ্রামের রমজান মোড়ল ও তার সমর্থক রকিব ও সাকিল। আহতদের মধ্যে সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা আড়াই শ’ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহত রমজান মোড়ল জানান, ঈদ-উল-আজহার আগে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে আত্মসাত করার সময় পুলিশ চেয়ারম্যান সমর্থক আরিফ গাজী নামের এক যুবককে ৫ বস্তা চালসহ আটক করে। এরই জেরে সকালে রমজান মোড়ল কাপসা-া বাজার থেকে বাড়িতে আসার সময় সাত্তার গাজী, কবির, মিলন ও সামাদসহ তাদের সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালায়। হামলায় রমজানসহ তার তিন সমর্থক আহত হয়। খবর শুনে স্থানীয় লোকজন এসে তাদের মারপিট করে। এতে তাদের কয়েকজন আহত হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়াম্যান শাহনেওয়াজ ডালিম জানান, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি রমজানসহ তার সন্ত্রাসী বাহিনী সকালে সাত্তার গাজীর বাড়িতে আকস্মিক হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এতে সাত্তার গাজীসহ ৪ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×