ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একই পরিবারের ছয় জনসহ দশ জন জখম

প্রকাশিত: ০৯:২২, ২৩ আগস্ট ২০১৯

একই পরিবারের ছয় জনসহ দশ জন জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ আগস্ট ॥ বাউফল পৌর শহরের ১নম্বর ওয়ার্ডে একই পরিবারের ৬জনসহ কমপক্ষে ১০ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত মিজানুর, মনির ও মিরাজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মোঃ মিজানুর রহমান ও তার ভাই মোঃ মনির হোসেন, মোঃ মিরাজ হোসেন, বোন লাভলী বেগম ও লিমা আক্তার, মা জয়নব বেগম, খালা ফজিলা বেগম, ফুফাত ভাই আল আমিন, মোঃ হাসান ও আবদুল খালেক হাওলাদারকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রূপগঞ্জে আহত ১২ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিংরাবো এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ঘটে এ সংঘর্ষের ঘটনা। জানা যায়, ভিংরাবো এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির রয়েছে। আর এ মন্দিরকে ঘিরে হিন্দু সম্প্রদায়েরের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ভিংরাবো এলাকার প্রাণ কুমারের পক্ষ। আরেকটি প্রাণ বন্দ প্রভুর পক্ষ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করেন প্রাণ বন্দ প্রভুর পক্ষের কাজল, অভিলাস, রঞ্জিত, সারুতি মধুসূদন দাস, মনোরঞ্জন সরকার সেন বৃহস্পতিবার সকাল থেকে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে উৎসবের আয়োজন শুরু করেন। পরে দুপুরের দিকে প্রাণ কুমারের পক্ষের রাজকুমার, গোপাল, মাহেন্দ্র, সম্ভুনাথ চৌকিদার, যোগেস চন্দ্র সরকারসহ তাদের লোকজন একই মন্দিরেই আলাদাভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজনের লক্ষ্যে পেন্ডেল স্থাপন শুরু করেন।
×