ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৩, ২৩ আগস্ট ২০১৯

৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ি উপজেলার সারেংপুরে র‌্যাব রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। গ্রেফতার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ নাজিবুর রহমান (৪৫)। রাজশাহী র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে নাজিবুরকে ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ আটক করে। যার মূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জে তিন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২২ আগস্ট ॥ দীর্ঘ ২১ বছর পর বানিয়াচঙ্গে সংঘটিত চাঞ্চল্যকর সামছুল, আফিল, নূর মার্ডার মামলার রায় প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এই রায় প্রদান করেন। রায়ে করম আলী, আলী মোহাম্মদ, সুরুজ আলী ও তুরাব আলীকে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ- প্রদান করেন। উল্লেখ্য, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯৮ সালের ১৯ সেপ্টেম্বর জেলার পুরান পাহাড়িয়া গ্রামের বাসিন্দা শাহেদ আলী এবং আলী আহম্মদের লোকজনের মাঝে ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষের সূচনা হয়। এসময় শাহেদ আলীর পক্ষের সামছুল হক, আফিল উদ্দিন ও আলী আহম্মদ পক্ষের নূর মোহাম্মদ নিহত হয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করে।
×