ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: ০৯:২৩, ২৩ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ আগস্ট ॥ ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর ওপর বখাটে ও মাদকাসক্ত যুবকের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদকর্মীদের অংশগ্রহণে প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক শাহিন ফেরদৌস, বদরুল ইসলাম বিপ্লব, ফজলে ইমাম বুলবুল, হারুন অর রশিদ প্রমুখ। বক্তাগন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর ওপর গত রবিবার আবু সাঈদ বাপ্পি নামে এক বখাটে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় মিঠুর বন্ধু সাদিক বাধা দিলে তাকেও যখম করে। এ ধরনের সন্ত্রাসী হামলাকারী ও তার মদদদাতাদের রিমান্ডসহ কঠিন শাস্তি দাবি জানান। পরে সাংবাদিকরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। রাকাবে জাতীয় শোক দিবস উপলক্ষে সভা জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উদ্যোগে রাকাব প্রধান কার্যালয় চত্বরে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর উপাচার্য ও সাবেক উপাচার্য, রাজশাহী বিশ^বিদ্যালয় এবং সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের মসজিদের পেশ ইমাম সাইদুর রহমান।-বিজ্ঞপ্তি।
×