ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বনকর্মীদের বিরুদ্ধে জুম ফসল নষ্টের অভিযোগ

প্রকাশিত: ০৯:২৪, ২৩ আগস্ট ২০১৯

বনকর্মীদের বিরুদ্ধে জুম ফসল নষ্টের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২২ আগস্ট ॥ কাপ্তাইয়ের সীতা পাহাড় ও রামপাহাড়ে উপজাতীয় কৃষকের জুম ফসলের ওপর বনকর্মীদের উৎপাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কৃষকের পক্ষে স্থানীয় মৌজা হেডম্যান জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য জেলা ভূমি অফিসের কানুনগোর প্রতি নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। চিৎমরম গ্রামের উপজাতীয় কৃষকেরা জানায় পাহাড়ে জুম চাষের ধান, কলাবাগান অন্যান্য ফসলের ক্ষেত কেটে নষ্ট করছে স্থানীয় কাপ্তাই রেঞ্জের বন কর্মীরা। পাহাড়ে জুমের ফসল নিধনে বন বিভাগের এ কার্যক্রমে চরম হতাশার সম্মুখীন হয়েছে কৃষক পরিবারগুলো। চিৎমরম গ্রামের কৃষক অংথোয়াইচিং মার্মা, থোয়াইঅং, অংসুইপ্রুসহ অনেকে জানান, জুম চাষাবাদ পাহাড়ী কৃষক পরিবারের জীবিকার অন্যতম উৎস। কিন্তু বনকর্মীরা, জুমের ধান, কলাবাগান, কাঁঠালবাগানসহ অন্যান্য মৌসুমি ক্ষেতের ফসল নষ্ট করে আমাদের পরিবারে চরম দুরাবস্থার সৃষ্টি করছে। চিৎমরম এলাকার হেডম্যান ক্যাওসিং মং জানান, হাল জরিপের ৮৫ দাগের ৫২২ একর মৌজাভুক্ত সীতা পাহাড়ে চিৎমরম গ্রামের অর্ধশত পরিবার এবার জুম চাষাবাদ করেছে। এসব জমি বন বিভাগের এখতিয়ারভুক্ত নয়। বন বিভাগ অন্যায়ভাবে বনায়নের নামে পাহাড়ীদের জুমের পাকা ধান, কলা, কাঁঠালসহ ফলজ ও মৌসুমি অন্যান্য ফসল নষ্ট করছে। রাঙ্গামাটি দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে কিছু নিরীহ কৃষক জুম চাষ করেছে। আমরা তাদের পাকা ধান কেটে নিয়ে যেতে বলেছি। ফসল নষ্ট না করে আপাতত জুমে ফসলের ফাঁকে ফাঁকে চারা বৃক্ষ রোপণের কার্যক্রম চলছে।
×