ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ভণ্ড পীর রিমান্ডে

প্রকাশিত: ০৯:২৪, ২৩ আগস্ট ২০১৯

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ভণ্ড পীর রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কিশোরী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ভণ্ড পীর মোঃ নেজামউদ্দিন প্রকাশ নেজাম মামাকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শফি উদ্দিনের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ আগস্ট সন্ধ্যায় বায়েজিদ আরেফিননগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনির ‘নেজামে খানকা’ থেকে এ ভণ্ড পীর নিজামকে গ্রেফতার করে পুলিশ। কথিত পীর নিজাম হাটহাজারী ফতেয়াবাদ এলাকার সাহাব উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বায়েজিদ থানা পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিন মুক্তিযোদ্ধা কলোনিতে খানকা খুলে ঝাড় ফুক করতেন ও আগ্রহীদের তাবিজ দিতেন। তার কাছে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসত। গত প্রায় দশ দিন আগে মহেশখালী থেকে এ ভ- পীরের কাছে এক মহিলা আসে। সুযোগ বুঝে মহিলাকে সে ধর্ষণ করে। চোর গ্রেফতার ॥ নগরীর খুলশী থানাধীন মতিঝর্ণা টাঙ্কির পাহাড় থেকে নূর হোসেন নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে হামদর্দে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও শোকের মাস উপলক্ষে দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রিকেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে ইউছুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী অনলাইনের মাধ্যমে চিকিৎসা ও বিক্রিকেন্দ্র থেকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব কাজী গোলাম রহমান। হামদর্দের চীফ মোতোওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একে আজাদ খান, হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লে. জেনারেল আবু তৈয়ব মুহাম্মদ জহিরুল আলম (অব.), হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান। -বিজ্ঞপ্তি
×