ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী

প্রকাশিত: ০৯:২৯, ২৩ আগস্ট ২০১৯

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের গবর্নর এবং দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। সোনালী ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের উদ্দেশ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রমের অনুরোধ করা হলো। জিয়াউল হাসান সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার ভুলবশত: সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর ছবির স্থলে অন্য ছবি ছাপা হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই সঠিক ছবিসহ খবরটি পুনঃপ্রকাশ করা হলো।
×