ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সানডে কোরিয়া যাচ্ছেন, তবে ...

প্রকাশিত: ১০:১৩, ২২ আগস্ট ২০১৯

 সানডে কোরিয়া যাচ্ছেন, তবে ...

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপে দুর্দান্ত খেলছে আবাহনী। সেই সঙ্গে দুর্দান্ত খেলছেন দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানেড চিজোবা। বুধবার অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারায় আবাহনী। দলের জয়ে জোড়া গোল করেন সানডে। ফিরতি লেগে পিয়ংইয়ংয়ে গিয়ে এপ্রিলের বিরুদ্ধে ২৮ আগস্ট মুখোমুখি হবে আবাহনী। তবে সেই ম্যাচে সানডের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার। কারণ ভিসা সমস্যা। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তার ক্লাব। ভিসা প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেছে। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হতে যাচ্ছে। জানা গেছে সানডে যাচ্ছেন উত্তর কোরিয়ায়। তবে দলের সঙ্গে নয়, একা, একদিন পর। এ প্রসঙ্গে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘সানডেকে আমরা দ্বিতীয় লেগে পাচ্ছি, এটা মোটামুটি নিশ্চিত। ব্যাংকক থেকে চায়না হয়ে ট্রানজিট নিয়ে উত্তর কোরিয়ায় যাবেন তিনি।’
×