ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থানা হবে পুলিশী সেবার মূল কেন্দ্র ॥ আইজিপি

প্রকাশিত: ১১:১২, ২৩ আগস্ট ২০১৯

 থানা হবে পুলিশী সেবার মূল কেন্দ্র ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। কারণ পুলিশ সেবার অন্যতম কেন্দ্রবিন্দু। সেটি ঠিক রাখা প্রতিটি পুলিশ সদস্যের দায়িত্ব ও কর্তব্য। বৃহস্পতিবার এসপি থেকে সদ্য পদোন্নতি পাওয়া ২০ জন অতিরিক্ত উপমহাপরিদর্শককে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়ার পর এমন কথা বলেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আইজিপি আরও বলেন, থানা হবে পুলিশী সেবার মূল কেন্দ্রবিন্দু। থানায় আগত সেবা প্রত্যাশী মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে, সেজন্য সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। দ্রুততম সময়ে তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ পুলিশ বদলে যাচ্ছে। আমরা জনগণের পুলিশ হওয়ার জন্য কাজ করছি। সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবান্ধব পুলিশ হওয়া সম্ভব নয়। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনবান্ধব পুলিশী ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। জঙ্গী দমনের বিষয়ে আইজিপি বলেন, জঙ্গীদের মোকবেলায় সর্বদা তৎপর ও সজাগ থাকতে হবে। জঙ্গী দমনে ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি অভিযান জোরদার করতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএ্যান্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×