ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভাংচুর ও মারধরের অভিযোগে ডাঃ জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১৪, ২৩ আগস্ট ২০১৯

ভাংচুর ও মারধরের অভিযোগে ডাঃ জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে ৭৬ জনের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিএইচএ ভবনের প্রবেশ গেট সংলগ্ন দু’পাশের স্থাপনা ভাংচুর ও মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। তারা হচ্ছেন- গণস্বাস্থ্যের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির, ড. আঃ কাদের, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, গোলাম মোস্তফা বাবু, আলমগীর হোসেন, মোঃ সোহেল, আওলাদ হোসেন, রাসেল, গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুরতজা আলী বাবু, ডাঃ রেজাউল হক, ইশরাফিল, জুয়েল রানা, লুৎফর রহমান, আবুল কালাম, আব্দুস সামাদ, মুজাহিদ, সেন্টু, ইকরাম, আরিফ, অন্তু ও অজ্ঞাত লোকজন। যদিও মামলায় করা অভিযোগ অস্বীকার করে গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন দাবি করেছেন, পিএইচএ ভবন প্রবেশ গেটের দু’পাশের জমি দীর্ঘদিন যাবত গণস্বাস্থ্য কেন্দ্র ভোগ দখল করে আসছে। প্রতিষ্ঠানের নামে দলিল, খাজনা খারিজ হালনাগাদ করা রয়েছে। মামলার বাদী ওই জমি তার ক্রয়কৃত সম্পত্তি দাবি করেছেন। ওইসব জমিতে ফুড প্যালেস এ্যান্ড পার্টি সেন্টার নামে সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় গণস্বাস্থ্যের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বাদী হয়ে আদালতে জমি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ সাংবাদিকদের জানান, নাসির উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে মামলা রেকর্ড করেছে।
×