ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবার বিতর্কে বাউচার্ড

প্রকাশিত: ১২:২৮, ২৩ আগস্ট ২০১৯

আবার বিতর্কে বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে ফর্মে নেই মোটেও। তারপরও আলোচনায় থাকার চেষ্টা করেন ইউজেনি বাউচার্ড। সর্বশেষ গত সোমবার ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কানাডার এই খেলোয়াড়। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাহুযুগল স্কিনি থাকে কিন্তু পেট কেন বেড়ে যাচ্ছে?’ এরপর থেকেই এই ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন; এমন ছবি কেন ব্যবহার করলেন ইউজেনি বাউচার্ড? অনেকের মতে, এটা তরুণ মেয়েদের জন্য ইউজেনি বাউচার্ডের ভুল বার্তা প্রকাশ। আবার কেউ কেউ মনে করছেন আবারও আলোচনায় উঠে আসার জন্য এবং মনোযোগ আকর্ষণের জন্য এটা বাউচার্ডের নতুন কৌশল। ২০১৪ সালটা দারুণ কেটেছিল বাউচার্ডের। সেবারই প্রথম টেনিস বিশ্বের আলো কেড়ে নিয়েছিলেন তিনি। সেবার মেজর কোন শিরোপা জিততে পারেননি, তারপরও তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পুরো মৌসুমজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই কানাডিয়ান। সেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফানালে ওঠেন তিনি। চীনার লি নার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চার থেকে বিদায় নেন পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই টেনিস তারকা। ধারাবাহিক পারফর্মেন্সের সৌজন্যে ফ্রেঞ্চ ওপেনেও শেষ চারের টিকেট নিশ্চিত করেন বাউচার্ড। এবার তাকে থামিয়ে দেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। তারপরও দমে যাননি তিনি। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডনে নিজেকে আরও একধাপ এগিয়ে নেন প্রতিভাবান এই তারকা। প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠার বিস্ময়কর কীর্তিও গড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য। শিরোপা জয়ের লড়াইয়ে সেবার চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে পরাজয় মানেন বাউচার্ড। মৌসুমের প্রথম তিন মেজর টুর্নামেন্টের তিনটিতেই ব্যর্থ। তারপরও বিশ্ব টেনিসকে চমকে দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নেন তিনি। তবে পারফর্মেন্সের সেই চমক খুব বেশিদিন ধরে রাখতে পারেননি এই কানাডিয়ান। কিন্তু নানান বিতর্কে ঠিকই আলোচনায় ছিলেন বাউচার্ড।
×