ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ফুটবল

জয়ের লক্ষ্যেই আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ২৩ আগস্ট ২০১৯

জয়ের লক্ষ্যেই আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগের আসরের চ্যাম্পিয়ন তারা। ফলে এবার তাদের অংশ নিতে হবে শিরোপা অক্ষুণœ রাখার মিশনে। বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল দলের কথা বলা হচ্ছে। সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার তারা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। তাদের প্রথম প্রতিপক্ষ ভুটান। ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে। এ টুর্নামেন্টে দু’বারের চ্যাম্পিয়ন লাল-সবুজরা। প্রথমবার ২০১৫ সালে (তখন আসরটি ছিল অনুর্ধ-১৬) সিলেটে এবং দ্বিতীয়বার ২০১৮ (অনুর্ধ-১৫) সালে। অভিজ্ঞতা, শক্তিমত্তা ... সবকিছুতেই ভুটানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এর আগের মোকাবেলায় প্রতিটিতেই জিতেছিল লাল-সবুজবাহিনী। ২০১৭ সালে গ্রুপপর্বে ভুটানকে ৩-০ গোলে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারের আসরেও শুরুটা তেমন ভাল হয়নি ভুটানের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা। এবার টুর্নামেন্ট হচ্ছে রবিন লীগ পদ্ধতিতে। তাই প্রতিটি দলের জন্যই অন্য দলের ম্যাচ গুরুত্বপূর্ণ। গ্রুপের সেরা দুই দল খেলবে ফাইনাল। ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট হয়ে আসছে ২০১১ সাল থেকে। প্রথমবার থেকেই এই টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। তখন টুর্নামেন্টটা হতো সাফ অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ নামে। প্রথম আসরেই সেমিফাইনাল খেলেছিল লাল-সবুজরা। তবে সেখানে পাকিস্তানের কাছে ২-০ গোলে হেরে তৃতীয় স্থানের জন্য লড়াই করে। যেখানে নেপালের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে চতুর্থ হয় তারা। এরপর ২০১৩ সালে ও বি-গ্রুপে রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। নেপালের কাছে সেমিতে ৫-১ গোলে হেরে যায় তারা। এরপর আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশ। ২০১৫ সালে একই টুর্নামেন্ট হয়েছিল অনুর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ নামেই। সেবার টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। সেবারই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার প্রথম ম্যাচ খেলা প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল ইসলাম বলেন, ‘অনুশীলন করে মনে হচ্ছে দলের অবস্থা ভাল। ইনশাল্লাহ আমরা ভাল খেলব। ভুটানের বিপক্ষে আমরা এ্যাটাকিং ফুটবলই উপহার দেব। দলে কোন ইনজুরি সমস্যা নেই। ভাল পারফর্মেন্স দিয়ে বাংলাদেশের মান-সম্মান রক্ষা করব।’ দলের ইংলিশ কোচ রবার্ট মার্টিন রাইলস বলেন, ‘টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লক্ষ্য আমাদের। তাই প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই সবাই খেলতে নামবে।’
×