ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় একুশে আগস্ট স্মরণে আলোচনা ও শোকসভা

প্রকাশিত: ১২:৫৭, ২৩ আগস্ট ২০১৯

ভিয়েনায় একুশে আগস্ট স্মরণে আলোচনা ও শোকসভা

জনকণ্ঠ ডেস্ক ॥ কলঙ্কিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় লার্নিং সেন্টার হলে স্থানীয় সময় ২১ আগস্ট বুধবার বিকেল চারটায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী নাহীদ সুলতানা নাসরিন। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মুক্তা। এদিকে শোকাবহ পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় একুশে আগস্ট হামলায় নিহতদের স্মরণে ভিয়েনার মারিসেমেল গাসে বুধবার সন্ধ্যায় অপর এক আলোচনা সভা অনুষ্ঠিত। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। খবর অস্ট্রিয়ার ভিয়েনা থেকে সংবাদদাতার। বঙ্গবন্ধু পরিষদের শোকসভায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি রতন সাহা, সাখাওয়াত হোসেন সেলিম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, মাসুম চৌধুরী প্রমুখ। সভাপতি সংগঠনের নাহীদ সুলতানা নাসরিন শোকসভায় অংশগ্রহণ করায় সমবেত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাত্তরের পরাজিত শক্তি একুশে আগস্ট জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আওয়ামী লীগ, (অস্ট্রিয়া) ॥ এখানে সংগঠন আয়োজিত অপর এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাহীদ সুলতানা নাসরিন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুজন, দফতর সম্পাদক ইমরুল কায়েস, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ, মাহাবুব খান শামীম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম ভুট্টো, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগ নেতা সায়ীদ শেখ, জুয়েল ঢালী প্রমুখ। সভায় এম নজরুল ইসলাম বলেন, ‘একুশে আগস্ট হত্যাযজ্ঞের পেছনে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা ও আওয়ামী লীগকে সমূলে উৎখাত। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের সঙ্গে ২০০৪ সালের হত্যাচেষ্টার উদ্দেশ্যের মধ্যে কোন পার্থক্য নেই। পার্থক্য একটাই, ১৯৭৫ সালে এই উদ্দেশ্য সফল হয়েছে। ২০০৪ সালে তা ব্যর্থ হয়েছে।’
×