ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলায় মাউশি পরিচালক ওএসডি

প্রকাশিত: ১২:৫৯, ২৩ আগস্ট ২০১৯

১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলায় মাউশি পরিচালক ওএসডি

স্টাফ রিপোর্টার ॥ ১৫ ও ২১ আগস্টের হত্যাকা-কে ‘দুর্ঘটনা’ বলে অভিহিত করার ঘটনায় মাউশি অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে ওএসডি করা হযেছে। শিক্ষা ক্যাডারে অসন্তোষ সৃষ্টির প্রেক্ষাপটে ওই কর্মকর্তাকে বৃহস্পতিবার ওএসডি করা হয়। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক। মহাপরিচালক বৃহস্পতিবার রাতে জনকণ্ঠকে বলেন, আমরা ওই কর্মকর্তার বক্তব্যসহ সার্বিক বিষয় মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে? এমন প্রশ্নে তিনি বলেন, তাকে প্রথমে ওএসডি করে পরে তদন্ত করা হবে। এর আগে বুধবার সিরডাপ মিলনায়তনে একটি গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে কথা বলার সময় মাউশির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনাকে দুটি দুর্ঘটনা বলে মন্তব্য করে বলেন, ‘আগস্ট মাসে দুটি দুর্ঘটনা। আমি দুর্ঘটনা বা ঘটনায় শাহাদাতবরণকারী সকলের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু করছি।’ গোলটেবিলের সঞ্চালক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা রোকেয়া কবীর ড. জাহাঙ্গীরের মন্তব্যের প্রতিবাদ করে বলেন, এটা কোন দুর্ঘটনা না। এটা পরিকল্পিত হত্যাকা-।
×