ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে পূর্ণাঙ্গ স্লিপ ল্যাব চালু

প্রকাশিত: ১৩:০০, ২৩ আগস্ট ২০১৯

বিএসএমএমইউতে পূর্ণাঙ্গ স্লিপ ল্যাব চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি-হেড এ্যান্ড নেক সার্জারি বিভাগে স্লিপ ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে নাকডাকা ও স্লিপ ডিসঅর্ডারে বা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবাকে আরও এগিয়ে নিতে ও গবেষণা কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্লিপ ল্যাবের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির জন্য সব ধরনের সহায়তা করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৭তম তলায় স্লিপ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অটোল্যারিংগোলজি- হেড এ্যান্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ হাসানুর রহমান স্লিপ ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা, স্লিপ স্টাডি ও ল্যাবের সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। অটোল্যারিংগোলজি- হেড এ্যান্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী বলেন, স্লিপ ডিসঅর্ডার সমস্যাটি সারাবিশ্বে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। -বিজ্ঞপ্তি
×