ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছেলের সামনে পিতা নিহত

প্রকাশিত: ১৩:০১, ২৩ আগস্ট ২০১৯

ছেলের সামনে পিতা নিহত

স্টাফ রিপোর্টার ॥ মোটরসাইকেলে যাওয়ার সময় রাজধানীতে যাত্রীবাহী বেপরোয়া বাসের ধাক্কায় ছেলের সামনেই পিতার মৃত্যু হয়েছে। একই মোটরসাইকেলে থাকা ছেলে গুরুতর আহত হন। ঘাতক বাসটিকে চালকসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পিতাপুত্র একই মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় যাত্রীবাহী হোমনা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিতা ইমারত হোসেনের (৪৮) মৃত্যু হয়। আহত হন ছেলে আব্দুল হাদি ইমন (২২)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, ঘাতক বাসসহ চালক শাহজাদাকে আটক করা হয়েছে। মোহাম্মদপুরে ৪ ছিনতাইকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে র‌্যাব-২’র একটি দল ঢাকার মোহাম্মদপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনের মাদ্রাসা রোড থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আলীম ওরফে কালু (৪৫), মোঃ রাসেল (২৪), মোঃ নওয়াজ শরীফ ওরফে নবাব (২৫) ও মোঃ বেলাল হোসেন ওরফে পরান (২০)। র‌্যাব সদর দফতর জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকায় বহুদিন ধরে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।
×