ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ আগস্ট ২০১৯

ফ্যাশন সংবাদ

ম্যাক্স ভ্রমণের স্বাধীনতা ও ফ্যাশনের কথা বিবেচনা করে সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের ম্যাক্স ব্যাগ। বিভিন্ন পেশার মানুষের কথা বিবেচনা করে ম্যাক্স ব্যাগ বাজারে এনেছে স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, ব্যাগ প্যাক, ট্র্যাভেল ব্যাগ, ট্রলি ব্যাগ ইত্যাদি। ম্যাক্স ব্যাগের কর্ণধার মোঃ গিয়াস উদ্দিন খান বলেন, বিশ বছর ধরে আমরা বাংলাদেশের বাজারে ম্যাক্স ব্যাগ বিপণন করে আসছি। একটা সময় ছিল মানুষ ব্রিফকেস আব্দ সুটকেস ব্যবহার করত কিন্তু নতুন প্রজন্ম এখন অফিস ব্যাগ, ব্যাক প্যাক, স্কুল ব্যাগ ও ট্রলি কেস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন । ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড়ের তৈরি সব ধরনের ব্যাগই রয়েছে ম্যাক্স ব্র্যান্ডের। রাজধানী ঢাকা ছাড়াও সিলেট, চিটাগং, খুলনা, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়াতে ম্যাক্স ব্যাগের আউটলেট রয়েছে এবং সমগ্র বাংলাদেশ এসব ব্যাগের দোকান এ ম্যাক্স ব্যাগ পাওয়া যায়। তিনি বলেন, কাস্টমারের চাহিদা পূরণে আমরা সব সময়ই সোচ্চার। সেইন্টস এবং ওজোন ক্যাফে সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের পেনিনসুলাতে উদ্বোধন হয়ে গেল দুটি রেস্টুরেন্টের। নিচতলায় বেকারি এবং ব্রুয়িং ক্যাফে ‘সেইন্টস ক্যাফে’ এবং ১৭ তলার উপরে খোলা সুইমিং পুলের পাশে অনবদ্য প্রিমিয়াম রেস্টুরেন্ট ‘ওজোন লাউঞ্জ’। সম্প্রতি সেইন্টস ক্যাফে’তে এক মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে রেস্টুরেন্ট দুটির উদ্বোধন করেন হোটেল পেনিনসুলার চেয়ারম্যান জনাব মাহবুব-উর-রহমান, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা তাহসিন আরশাদ এবং চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আরও উপস্তিত ছিলেন গায়িকা জেফার, অভিনেত্রী শেহতাজ, রাবা খান, মডেল ইন্দ্রানী, মাশিয়াত, তৃণ, লিন্ডা, জাকিয়া, জলিসহ বিনোদন জগতের অনেকে। পরিশীলিত, প্রাণবন্ত ‘সেইন্টস ক্যাফে’ দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকে। তাই রাত যতই হোক খেতে চাইলে চট্টগ্রাম শহরে আর কোন সমস্যাতেই পড়তে হবেনা। আর্ট ফ্যাশন আউটলেট আর্টে নানা রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পোশাক পাওয়া যাচ্ছে। ঈদ-উল-আজহায় আর্ট তারুণ্যনির্ভর নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছে। ঋতুবৈচিত্র্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে কোন উৎসবে নিত্যনতুন ডিজাইনের ব্যাপক পোশাকের আয়োজন করে আর্ট। ফ্যাশন আউটলেট আর্টের পোশাক তৈরি হয়েছে সুতি, সিল্ক, খাদি কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নক্সা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ। ট্রুফিট এ্যান্ড হিল্্স দু’শ’ বছরের বেশি সময় ধরে চলমান ঐতিহাসিক সেলুন ট্রুফিট এ্যান্ড হিল্সের সেবা এখন ঢাকাতেও পাওয়া যাবে। ধারাবাহিকভাবে গ্রেট ব্রিটেনের দীর্ঘ নয়টি রাজার সময়কাল ধরে রাজপরিবারের সদস্যদের সেবা প্রদান করে আসছে সেলুনটি। এর পাশাপাশি বিশে^র বিভিন্ন দেশেও এর শাখা রয়েছে। গুলশানে সেলুনটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লয়েডস লাক্সারি লিমিটেড ও রয়েল এ্যাফেয়ার্স লিমিটেডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। লয়েডস লাক্সারি লিমিটেডের কো-ফাউন্ডার এ্যান্ড ডিরেক্টর ইশতিয়াক আনসারী বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের মানদ-েও পরিবর্তন হচ্ছে। মিডিয়াও ধারাবাহিকভাবে নানা ধরনের আদর্শ শারীরিক চিত্র উপস্থাপন করে থাকে যা সৌন্দর্যের নতুন এক ধরনের মাত্রা তৈরি করেছে। যা নারীদের পাশাপাশি পুরুষের জন্যও গুরুত্বপূর্ণ।
×