ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানি তেল ট্যাংকার ॥ জোরপূর্বক নিষেধাজ্ঞা বলবৎ করবে আমেরিকা

প্রকাশিত: ০১:৫১, ২৩ আগস্ট ২০১৯

ইরানি তেল ট্যাংকার ॥  জোরপূর্বক নিষেধাজ্ঞা বলবৎ করবে আমেরিকা

অনলাইন ডেস্ক ॥ মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল ট্যাংকারের উপর জোরপূর্বক নিষেধাজ্ঞা বলবৎ করা হবে। জিব্রাল্টারে আটক ইরানের সুপার তেল ট্যাংকার দেশে ফেরার পথে যেসব দেশ বা সংস্থা ওই জাহাজকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্তাসংস্থা রয়টার্স - এ খবর দিয়েছে। এর আগে আমেরিকা বলেছিল, জিব্রাল্টার থেকে ভূমধ্যসাগর হয়ে ইরানে ফিরে আসা ট্যাংকারকে যেন কোন দেশ সহযোগিতা না করে এবং কোন দেশের বন্দরে যেন জাহাজটি ভিড়তে না পারে আমেরিকা ইরানের তেল ট্যাংকার আটক করার চেষ্টা করছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, যেসব দেশ প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইরানের সুপার তেল ট্যাংকারকে দেশে ফেরার ব্যাপারে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ওয়াশিংটন ব্যবস্থা নিতে পারে। এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেক কর্মকর্তা জানিয়েছিলেন, যেসব দেশ ইরানের এই তেল ট্যাংকারকে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে ফৌজদাারী অপরাধের জন্য ব্যবস্থা নেয়া হবে।
×