ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্মেন্ট শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০১:৫৪, ২৩ আগস্ট ২০১৯

গার্মেন্ট শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

অনলাইন রিপোর্টার ॥ গার্মেন্টে মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিকদের নামে করা মিথ্যা প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানায় সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন। মানববন্ধনে তিনি বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে সাত হাজার ৪৫৮ জন শ্রমিকের নামে মামলা করা হয়েছে। এছাড়াও ১০৪টি কারখানা থেকে চাকরিচ্যুত করা হয়েছে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে। গ্রেফতার করা ৭৫ শ্রমিক জামিন পেলও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এর বাইরে নিহত এক শ্রমিকের পরিবার এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি। তার দাবি,শ্রমিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকুরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট মালিক, সরকার, প্রশাসন ও বিজিএমইএ এর দৃষ্টি আকর্ষণ করছি। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
×