ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যাত্রীবেশে গাড়ি চুরি ॥ জিম্মিচক্রের নিখুঁত ছক

প্রকাশিত: ০১:৫৯, ২৩ আগস্ট ২০১৯

যাত্রীবেশে গাড়ি চুরি ॥  জিম্মিচক্রের নিখুঁত ছক

অনলাইন রিপোর্টার ॥ নতুন গাড়ি-প্রাইভেটকার দেখলেই মালিক কিংবা চালককে টার্গেট করা ছিল অপহরণের প্রথম ধাপ। এরপর সুকৌশলে ভাড়া নিয়ে যাত্রীবেশে উঠে গাড়ি অপহরণ করতেন তারা। গাড়ি ও ভুক্তভোগীকে রাখতেন জিম্মি করে। পরিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে ভুক্তভোগীর কান্না শুনিয়ে মুক্তিপণ আদায় করতেন তারা। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে প্রাইভেটকারসহ অপহৃত মো. এনায়েত উল্লাহ (৩২) নামে এক ভুক্তভোগীকে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে মাদারীপুর জেলার শিবচর থানাধীন দুর্গম চরের কাঁশবন থেকে উদ্ধার করে। এর সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের চার সদস্যকে আটকর পর এসব তথ্য জানিয়েছে র্যাব। আটকরা হলেন- শাহ জালাল (৩২), মো. ফয়সাল (২২), জয়নাল হাজারী (৩০) ও রাকিব (২২)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। তিনি বলেন, সম্প্রতি ১২ লাখ টাকার নতুন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৭-৬৮৮৯) ৬ লাখ টাকা বাকি কেনার পর ভাড়ায় চালানো শুরু করেন। এনায়েত উল্লাহ তার প্রাইভেটকারে রাজধানীর রূপনগর থানাধীন শিয়ালবাড়ী মোড় হতে গত ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় মাদারীপুর যাওয়ার কথা বলে দুজন যাত্রীবেশে ভাড়ায় ওঠেন। পদ্মা নদী পার হয়ে রাত ২টায় কাঠালবাড়ী এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারী চক্রের তিন সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামানোর সিগনাল দিয়ে তল্লাশীর নামে প্রাইভেটকারটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এনায়েত উল্লাহর হাত-পা বেঁধে অপহরণপূর্বক মাদারীপুরের শিবচর থানাধীন দত্তপাড়া চর এলাকায় কাশবনের একটি ছোট ঘরে আটকে রাখে। প্রাইভেটকারটি অপহরণকারীরা চালিয়ে নিয়ে গিয়ে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন আটরশি জাকের মঞ্জিলের পার্কিংয়ে লুকিয়ে রাখে। অপহরণকারীরা উল্লাকে ৪ দিন ধরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। মোবাইল ফোনে মারধরের শব্দ, কান্নার চিৎকাহাত ও চোখ-মুখ বাঁধা অবস্থায় রএনায়েত র শুনিয়ে তার পরিবারের নিকট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতরা মোবাইল নম্বর থেকে ভুক্তভোগী বড় ভাই কেফায়েত উল্লাকে ফোনে দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে খুন করার হুমকিও দেয়। কেফায়েত উল্লাহ রূপনগর থানায় জিডি করেন ও র্যাব-৪ এর সহযোগিতা চান। পরে তদন্ত শেষে র্যাব-৪ এর একটি দল মাদারীপুর জেলার শিবচর দুর্গম এলাকা হতে শুক্রবার ভোরে এনায়েত উল্লাহকে ও প্রাইভেটকারটি উদ্ধারসহ অপহরণে জড়িত ৪ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটকরা নয়ন তারা (২৩), সজিব (২২), রেজাউল (২৮), রবমিয়া (২৪), কামরুল (২৫) এবং মেহেদী হাসান (২৩) নামে জড়িত আরও ৬ জনের নাম প্রকাশ করেছে। র্যাব-৪ সিও বলেন, আটকরা গত তিন বছর যাবত বিভিন্ন কৌশলে গাড়িচালক, মালিক, ব্যবসায়ীদের টার্গেট করে।
×