ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মানবতা ও দেশপ্রেমের মূর্ত প্রতীক ॥ সাগুফতা ইয়াসমীন

প্রকাশিত: ০৪:২৪, ২৩ আগস্ট ২০১৯

  বঙ্গবন্ধু মানবতা ও দেশপ্রেমের মূর্ত প্রতীক  ॥ সাগুফতা ইয়াসমীন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানবতা ও দেশপ্রেমের মূর্ত প্রতীক। সৎসাহসী, ত্যাগী ও উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু সেই মহান নেতা যিনি এ দেশের মানুষকে মুক্তির মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। দেশের মানুষের মনে স্বাধীনতার বীজমন্ত্র বুনে দিয়ে তা বাস্তবায়ন করে গোটা দুনিয়াকে বঙালি জাতির বীরত্ব তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংদেশ এখন স্বয়ং সম্পূর্ণ। বাঙালিরা মহান জাতি। অর্থনৈতিক মুক্তিসহ সার্বিক মুক্তি তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ত্যাগ এবং বীরত্বের নানা ঘটনা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জনানোর সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে মানুষের কল্যাণে ঝাপিয়ে পড়া। আজ শুক্রবার বেলা ১১টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের চন্দ্রবাড়ি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির ভাষণে তিনি এসবকথা বলেন। কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বিশেষ দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়। কুমারভোগ আওয়ামী লীগ সভাপতি মো. লুৎফর রহমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির ভাষণ দেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার এবং লৌহজং উপজেলা আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সোয়েব ও মেহেদী হাসান প্রমুখ।
×