ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ আগস্ট ২০১৯

নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ শুক্রবার নওগাঁ জেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব পূন্যতিথি জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এউপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী বুড়া কালিমাতার পুজো মন্ডপ থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার প্রমুখ। সার্বিক অনুষ্ঠানে হাজারো ভক্তের ঢল নামে। এছাড়াও জেলার সাপাহার, রানীনগর, মান্দাসহ সকল উপজেলায় ধর্মীয় শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×