ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে এত উন্নয়ন হওয়ার কারন অসাম্প্রদায়িত দৃষ্টিভঙ্গী ॥ নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৯, ২৩ আগস্ট ২০১৯

বাংলাদেশে এত উন্নয়ন হওয়ার কারন অসাম্প্রদায়িত দৃষ্টিভঙ্গী ॥  নৌ পরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ইতালিয় ও জাপানি নাগরিককে গুলি করা হয়েছিল যাতে করে তারা বাংলাদেশ থেকে চলে গিয়ে শ্রমবাজার বন্ধ হয়ে যায়। আমরা ইতালি ও জাপানকে বোঝাতে সক্ষম হয়েছি যে এসব ঘটনা পরিকল্পিত। ইতালি ও জাপান বিষয়টি উপলব্ধি করেছে যাতে করে আগামী ২৭ তারিখে শ্রমবাজারের জন্য নতুন করে চুক্তি সম্পাদিত হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক কোন লাভ নেই। ব্রাজিল-পেরু-আর্জেন্টিনায় আমাদের নতুন বাণিজ্য বাজার তৈরী হচ্ছে। এটা শেখ হাসিনার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারনে এটি হচ্ছে। শেখ হাসিনার এই উন্নয়নের রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তিনি বলেন, আওয়ামীলীগ সেই দল যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। আওয়ামীলীগের হাতে সকল ধর্ম নিরাপদ, আওয়ামীলীগ সকল ধর্মকে শানিত করতে চায়। মৌলবাদী গোষ্ঠী যারা ধর্মকে ব্যবহার করে সবকিছু দখল করতে চায়। বাংলাদেশ তখনই নিরাপদ হবে, তখনই শান্তি কায়েম হবে, তখনই মানবাধিকারে সুসংহত হবে, গণতন্ত্র তখনই সুসংহত হবে যখন আমরা এই গোষ্ঠিগুলোকে নির্মূল করতে পারবো। সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে এই সন্ত্রাসী মৌলবাদী গোষ্ঠীকে নির্মূল করতে হবে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে প্রাঙ্গনে জন্মাষ্ঠমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এর আগে শ্রী শ্রী জন্মাষ্ঠমী উদযাপন কমিটির আয়োজনে বিরল উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবির, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, বিরল পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, সুবল রায় প্রমূখ। খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, চিকিৎসা ও রাস্তাঘাটের যে উন্নয়ন হয়েছে তাতে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেশের মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়ে কোন ভুল করেনি। প্রতিনিয়ত বাংলাদেশ, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার উন্নত হচ্ছে। বাংলাদেশে এত উন্নয়ন হওয়ার কারন অসাম্প্রদায়িত দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সাম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গি থাকলে বাংলাভাই তৈরী হতো, আব্দুর রহমান তৈরী হতো, গ্রেনেড হামলা হতো, আহসানুল্লাহ মাষ্টারের মত হত্যাকান্ড ঘটতে থাকতো, মানুষের জীবনের নিরাপত্তা থাকতো না, মন্দির-মসজিদ-পেগোডায় হামলা হতো। ধর্মান্ধগোষ্ঠী এই কাজগুলো করে। হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণের বাণী ও কর্ম ধারন করতে হবে, যা দিয়ে মানব সমাজের কাজে লাগবে।
×