ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে নৌকা বাইচ

প্রকাশিত: ০৯:০১, ২৩ আগস্ট ২০১৯

মুন্সীগঞ্জে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে গাদিঘাট বাজার পাকা ব্রীজ সংলগ্ন ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে শুক্রবার বিকালে এই নৌকা বাটাই হয়। নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দূর-দুরান্ত থেকে ঘাসি, ছিপ ও ছোট বড় কোষা নৌকাসহ ২৫ টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেন। বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য হাজার হাজার মানুষ বিল এলাকায় ভীড় জমান। কয়েক বছর পরে গাদিঘাটের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দর্শকদের আনন্দ ও উৎসব করতে দেখা গেছে। পরে নৌকা বাইচে বিজয়ী ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×