ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কে হবেন মাসুদ রানা?

প্রকাশিত: ০৯:১৯, ২৪ আগস্ট ২০১৯

 কে হবেন মাসুদ রানা?

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই, মাসুদ রানা। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তর। বিচিত্র তার জীবন। কোমলে, কঠোরে মেশানো নিষ্ঠুর, সুন্দর এক অন্তর। টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। অন্যায়-অবিচার দেখলেই রুখে দাঁড়ায়, পদে পদে তার শুধুই মৃত্যুর হাতছানি। গল্পে পড়া, কল্পনায় দেখা ‘মাসুদ রানা’ এমনই। কল্পনার জাল ছিঁড়ে এবার সে সত্যি হবে। কাজী আনোয়ার হোসেনের অত্যন্ত জনপ্রিয় এই স্পাই ক্যারেক্টারের সাহস, মুদ্ধিমত্তা, দেশ বিদেশের থ্রিলার গল্পের সঙ্গে সবাই পরিচিত। সেই ‘মাসুদ রানা’র খোঁজেই ২ আগস্ট থেকে সম্প্রচার শুরু হয়েছে ‘মেন’স ফেয়ার এ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো’ কে হবে মাসুদ রানা? প্রতিযোগিতা। ক্যাম্পেইনটি রিলিজ হওয়ার অল্প সময়েরই মধ্যেই দেশব্যাপী হাজারো তরুণের ব্যাপক সাড়া পেয়েছে। মাসুদ রানা হওয়ার স্বপ্ন নিয়ে রেজিস্ট্রেশন করেছেন ১২ হাজারেরও বেশি তরুণ। তাদের মাঝ থেকে প্রাইমারি স্ক্রিনিং এবং বিভিন্ন ফিজিক্যাল ও ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে বেছে নেয়া হয় সেরাদের। এদের নিয়েই রিয়্যালিটি শোটি শুরু হয়েছে এবং সিজন শেষে খুঁজে পাওয়া যাবে কাক্সিক্ষত সেই ‘মাসুদ রানা’কে। এ বিজয়ীকে নিয়েই নির্মিত হবে ‘মাসুদ রানা’ সিরিজের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টাইটেল স্পন্সর। এ রিয়্যালিটি শো’র মূল বিচারক ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে অতিথি বিচারক হিসেবে বিভিন্ন পর্বে অংশ নিবেন আফজাল হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম প্রমুখ। মারিয়া নূরে উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিয়া আহমেদ। রিয়্যালিটি শো’টি প্রচার হচ্ছে ২ আগস্ট থেকে প্রতি শুক্র ও রবিবার রাত ৮টায় চ্যানেল আইয়ের পর্দায়। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষ : এদিকে শুদ্ধ উচ্চারণ, বানানচর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে শুরু করেছে বাংলা ভাষাবিষয়ক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। তারই ধারাবাহিকতায় ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৩য় বর্ষের সম্প্রচার শুরু হয়েছে ২ আগস্ট থেকে। ৯টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্ব শেষে ৮০ জন ছাত্র-ছাত্রীকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ১৯টি স্টুডিও রাউন্ড এবং এখান থেকেই বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষাবিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল। এবারের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার। দেশসেরা বাংলাবিদকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি ও অন্যান্য উপহার সামগ্রী। এবারও প্রতিযোগিতার স্লোগান থাকছে ‘বাংলায় জাগো ভরপুর’। ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি নির্মাণ ও প্রচার করছে চ্যানেল আই। চ্যানেল আইতে ২ আগস্ট থেকে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার ও রবিবার রাত ৯-৩৫ মিনিটে।
×