ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেনকে অবশ্যই সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে ॥ জনসনের সঙ্গে বৈঠকে ম্যাক্রোঁ

বেক্সিট চুক্তির জন্য ব্যাকস্টপ অনিবার্য

প্রকাশিত: ০৯:২৪, ২৪ আগস্ট ২০১৯

বেক্সিট চুক্তির জন্য  ব্যাকস্টপ অনিবার্য

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রেক্সিট চুক্তির জন্য আইরিশ ব্যাকস্টপকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন এবং যত শীঘ্র সম্ভব বিকল্প প্রস্তাব উপস্থাপনের জন্য বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন প্যারিসে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। গার্ডিয়ান। ফরাসী প্রেসিডেন্ট বৃহস্পতিবার জনসনকে বলেন যে, যুক্তরাজ্যকে দু’মাসের মধ্যে প্রত্যাহার করে নেয়ার জন্য লন্ডনের বাস্তবসম্মত প্রস্তাবের ওপর সুস্পষ্টতা চায় ইইউ। তিনি জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের বুধবারের বক্তব্যের প্রতিধ্বনি করেন। ম্যাক্রোঁ বলেন, তিনি মেরকেলের সঙ্গে সুর মিলিয়ে বলেন, সময় বয়ে যাচ্ছে এবং তাই সমাধান খুঁজে বের করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করা সম্ভব নয়। তিনি বলেন, ইউয়ের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার প্রত্যাহার চুক্তি সম্পূর্ণভাবে পুনর্বিন্যাস ছাড়া একটি জবাব পাওয়ার চেষ্টা চালাতে পারেন। ম্যাক্রোঁ বলেন, আমাদের সবাইকে ৩০ দিনের মধ্যে একটা চৌকস সমাধান খুঁজে বের করতে সমর্থ হতে হবে যদি উভয়পক্ষের শুভ ইচ্ছা থাকে। এ মাসটিকে আমাদের কার্যকরভাবে ব্যবহারে চেষ্টা করতে হবে। মেরকেল বুধবার জনের সঙ্গে জোর দিয়ে বলেছেন, তিনি যুক্তরাজ্যকে ৩০ দিনের কঠোর চূড়ান্ত সীমারেখা দেননি। কিন্তু পরিবর্তে তিনি যুক্তরাজ্যের পরিকল্পিত প্রত্যাহার তারিখ ৩১ অক্টোবরের পূর্বে কেমন স্বল্প সময় ছিল তার উল্লেখ করতে চেয়েছেন। ম্যাক্রোঁ বলেন, উত্তর আয়ারল্যান্ড সীমান্ত সংশ্লিষ্ট যে কোন নতুন প্রস্তাব এর মধ্যে আলোচিত প্রত্যাহার চুক্তিতে বিদ্যমান কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। জনসন বারবার বলেছেন, আয়ারল্যান্ড দ্বীপের অনমনীয় সীমান্ত ব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুরক্ষা পরিকল্পনা এ ব্যাকস্টপ হবে অবশ্য চুক্তিহীন ব্রেক্সিটকে এড়িয়ে যাওয়ার জন্য। তিনি যুক্তি দেখিয়ে বলেন, এতে যুক্তরাজ্যকে ইইউয়ের সঙ্গে বাঁধার সুযোগ থাকবে না। কিন্তু ম্যাক্রোঁ বলেন, ব্যাকস্টপ আয়ারল্যান্ডের স্থিতিশীলতা ও ইউরোপীয় একক বাজারের শুদ্ধতা সুরক্ষার পথ এ দুটোর জন্যই এক অনিবার্য নিশ্চয়তা এবং তাই তার প্রতি যুক্তরাজ্যের যে কোন সংশ্লিষ্ট ধারণার মর্যাদা থাকতে হবে। জনসন যুক্তরাজ্যের পতাকা-শোভিত একটি রেঞ্জ রোভারে করে এলিসি প্রাসাদে আসেন। জনসন ম্যাক্রোঁকে বারবার ‘ইমানুয়েল’ বলে উল্লেখ করেন এবং তার দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকান। তিনি কাঁধ ঝাঁকিয়ে একটু ভেংচির মতো কেটে তার ভাষণটি সংস্কারে একটি কলম বের করেন জ্যাকেটের পকেট থেকে। এরপর তিনি দাঁড়িয়ে ম্যাক্রোঁকে শোনানোর উদ্দেশে বলেন, আইরিশ ব্যাকস্টপ এক ‘অত্যাবশ্যক নিশ্চয়তা’। ম্যাক্রোঁর দফতরের এক কর্মকর্তা বলেছেন, তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।
×