ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রেফতারের বিরুদ্ধে চিদম্বরমের আপীলের শুনানি সোমবার

প্রকাশিত: ০৯:২৭, ২৪ আগস্ট ২০১৯

 গ্রেফতারের বিরুদ্ধে চিদম্বরমের আপীলের শুনানি সোমবার

ভারতের সুপ্রীমকোর্টে কিছুটা হলেও স্বস্তি মিলল দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে তার গ্রেফতারিতে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে দেশটির শীর্ষ আদালত। আগামী সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষা পেলেন চিদম্বরম। খবর এনডিটিভির। সিবিআই আগেই তাকে গ্রেফতার করেছে। আপাতত চিদম্বরমকে নিজেদের হেফাজতে পেয়েছে তারা। আইএনএক্স মিডিয়া মামলায় গত মঙ্গলবার দিল্লী হাইকোর্ট চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ওইদিনই দেশটির সাবেক অর্থমন্ত্রীর হয়ে সুপ্রীমকোর্টের দ্বারস্থ হন কপিল সিব্বাল, অভিষেক মনু সিঙ্ঘভির মতো কংগ্রেস শিবিরের আইনজীবীরা। কিন্তু মঙ্গলবার শুনানি হয়নি। বুধবার শুনানির জন্য মামলাটি বিচারপতি এন ভি রমানার এজলাসে ওঠে। কিন্তু তিনি কোন সিদ্ধান্ত না নিয়েই মামলা পাঠিয়ে দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে।
×